Hearing Aid Support Cell

সাহিকের অডিওমেট্রি বিভাগে শ্রুতিক্ষীণ রোগীদের কানের পরীক্ষার পর চুড়ান্ত ভাবে যে সব রোগী কানে শ্রবণ যন্ত্র ব্যবহার করে উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে তাদের সহায়তা করার লক্ষ্যে সাহিকের নীচ তলায় একটি One Stop “হিয়ারিং এইড সাপোর্ট সেল” চালু করা হয়। বাংলাদেশ সরকার ঔষধ প্রশাসন অধিদপ্তরের তালিকাভুক্ত হিয়ারিং এইড সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে হিয়ারিং এইড সংগ্রহ করে অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মূল্যে রোগীদের হিয়ারিং এইড সরবরাহ ও সংযোজনের কার্যক্রম ০১ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ শুরু করা হয়। আশা করা যায় এই সাপোর্ট সেল এর মাধ্যমে ভুক্তভোগী রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন।


Sahic Cultural Activities