Our Activities
২৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রোজ শুক্রবার :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের হৃদয় বিদারক হত্যাকান্ডের নিন্দা জ্ঞাপন উপলক্ষে সুয়াপাড়া জি কে মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, কালিয়াপাড়া, শাহ্রাস্তি
উপজেলা, চাঁদপুরে-এ ফ্রি গ্রামীণ ”নাক. কান ও গলা” রোগ বিষয়ক ই এন টি (ENT) ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সকাল ৮:৩০ মিনিট হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত এলাকায় নাক. কান ও গলার সমস্যা জনিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আবু নঈম পাটওয়ারী (দুলাল), সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও সাহিকের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম এইচ সালাহ্উদ্দিন এর পৃষ্ঠপোষকতায় ”নাক. কান ও গলা” রোগ বিষয়ক ই এন টি (ENT) ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচী এর আয়োজন করা হয়।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আবু নঈম পাটওয়ারী (দুলাল), সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন এবং উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে জনসেবামূলক কার্যক্রমের সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সঠিক সমন্বয় ও তত্ত্বাবধান করেন শাহ্রাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব কামরুজ্জামান মিন্টু ।